1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ইজি ফ্যাশনের সঙ্গে আরেফিন শুভর পথচলা - dailybanglakhabor24.com
  • January 11, 2025, 8:44 am

ইজি ফ্যাশনের সঙ্গে আরেফিন শুভর পথচলা

  • Update Time : শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ | দুপুর ২:৪৪
  • 36 Time View


বিনোদন প্রতিবেদক
বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব একটি জাতির রূপকার ” ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনার পাদপ্রদীপে আসা আরেফিন শুভ হিসাব নিকেশ কষেই নিজের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন। অনেক কাজের অফার আসতে থাকলেও বঙ্গবন্ধুর চরিত্রটি ক্যারিয়ারের প্রতি তাকে অনেক দায়িত্বশীল করে তোলে। যার কারণে যেনতেন কাজের সাথে পথচলা বাদ দিয়েছেন। কিন্তু দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ইজি তাকে চরমভাবে আকৃষ্ট করে বলে ইজির মডেল হওয়ার অফারটি লুফে নেন আরেফিন শুভ। ইজির ঈদ কালেকশনের বৈচিত্র্যময় পোষাকের মডেল হয়ে নতুন করে ফের আলোচনায় এলেন শুভ। সম্প্রতি পাহাড়ের মনোরম ও নয়নাভিরাম পরিবেশে ইজির ফটোশুট ও বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন।
ইজির মডেল হওয়ার বিষয়ে আরেফিন শুভ বলেন, ইজি ব্র‍্যান্ড বরাবরই আমার প্রিয়। তাদের বৈচিত্র্যময় নান্দনিক ডিজাইনের পোশাক সব সময় আমাকে আকর্ষণ করে। যার কারণেই ইজির সাথে আমার পথচলা। শুধু ডিজাইনই নয় গুনে ও মানে ইজির পোশাক অন্যদের চেয়ে সেরা। ইজির এই কাজটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category