1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ইজির হুডি টি শার্টের আয়োজন - dailybanglakhabor24.com
  • October 16, 2024, 5:14 am

ইজির হুডি টি শার্টের আয়োজন

  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ | সকাল ১১:১৪
  • 39 Time View

অনলাইন ডেস্ক

ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরবারই এগিয়ে। এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। হুডি ফ্যাশন সচেতন তরুণ-তরুণীর মধ্যেও জনপ্রিয় পোশাক এটি। হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ এক সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। হালকা শীতের মধ্যে এ পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। শীতের সহনীয় আঁচ গায়ে অনুভূত হওয়ামাত্র তরুণ-তরুণীরা গায়ে জড়ায় তাদের প্রিয় হুডি। বাজার ঘুরে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় চলতি হাওয়ার হুডি ট্রেন্ডগুলোয় বিশেষ পরিবর্তন এসেছে। ফ্যাশন বা পোশাক যেদিক থেকেই বলি না কেন, এটি এখন তরুণ-তরুণীদের মধ্যে হুডি পরিচিত হয়ে উঠেছে।
রঙ, ঢঙ ও স্টাইলে হুডিগুলোতে এসেছে পরিবর্তন। ফুলস্লিভ ক্যাজুয়াল ও কটন হুডি গুলোই বেশি বিক্রি হচ্ছে। ইজির পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ক্রয়ক্ষমতার মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটিসম্পন্ন প্রোডাক্ট।
সারা বছরের অন্যান্য কালেকশনের সাথে উইন্টারের অন্যান্য কালেকশন যেমন হুডি, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, কোট ইত্যাদিও রয়েছে সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেটে।
ইজি সকল পোশাক তাদের পেইজে পাওয়া যাবে :
https://www.facebook.com/easyfashionltd.bd/

Please Share This Post in Your Social Media

More News Of This Category