রুবিনা আলমগীর
১০ ডিসেম্বর রবিবার ছিলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সারাবিশ্বের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। দেশব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের অংশ হিসেবে আলোচনা ও শুভেচ্ছা র্যালীর আয়োজন করে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংংস্থা।
সকাল দশটায় পুরানা পল্টনের অফিস থেকে র্যালীটি বের করে দৈনিক বাংলার মোড় হয়ে বায়তুল মোকাররম দক্ষিণ গেটের পাশে জিপিওতে এসে শেষ হয়। এতে অংশ নেয় সারাদেশ থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এরপর জিপিওতে অবস্থান নিয়ে আলোচনাসভার আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোঃ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহাসচিব মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আকাশ, পরিচালক ( অপারেশনস) ফারুক আলম সাগর, পরিচালক জহিরুল ইসলাম জহির, আব্দুল্লাহ আল মমিন, মাসুদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ও স্থানীয় কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ।
সবশেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের সিলসিলা গদিনশি পীরে কামেল ওমর ফারুক আল নুমানি।