নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন তেলুগু সুইপার কলোনিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহারের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর
আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য ইউকে নন্দম জয়, এনএফএস- সদস্য কাজী শাকিল, আকাশ হাওলাদার, মাসুম চৌধুরী, আরমান হোসেন প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন, তেলেগু পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা ব্রিটিশ আমল থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছে। গত ২৭ মার্চ গভীর রাতে আগুন লেগে তেলেগুদের ২৫ টি পরিবার নি:স্ব হয়ে যায়। সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো।
তারা আরও বলেন, তেলেগু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। আওয়ামী লীগের আগে কোনো সরকারই তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেননি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সিটি করপোরেশন তাদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিচ্ছি। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তেলেগু কোটায় চাকরি দিচ্ছেন।