জামালপুর প্রতিনিধি
জামালপুরে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৩০ জন আওয়ামী লীগ কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগ দেন তারা।
এ সময় এসব নেতাকর্মী বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলার জামিন শুনানির দিন আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে অন্তবর্তীকালীন জামিন পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
পরে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় বিএনপির কার্যালয়ে আসেন জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে ৩০ জন কর্মী। আলালকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তারা।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ ৩০ জন কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।